জানা যায়,
আজমিরীগঞ্জ পৌর এলাকার আজিমনগর ( জুম্মাহাটি) ও ইলামনগর গ্রামের লোকজন স্বাধীনতা পরবর্তী সময়ে আজমিরীগঞ্জ বাজারে আসতে পানি প্রবাহের জন্য একটি খাল ছিল। তাই ওই দু'টি গ্রাম থেকে বাজারে আসতে ওই এলাকার লোকজনদের চরম ভূগান্তিতে পড়তে হত। বর্ষা মৌসুমে ফেরিনৌকা ছাড়া যাতায়াত করারর কোন ব্যবস্হা ছিল না। তাই এলাকাবাসীর দূর্ভোগের বিষয়টি বিবেচনায় রেখে বিগত ৪ দশক পূর্বে বাজার ও দুই গ্রামের সংযোগস্থলে নির্মাণ করা হয় ওই ব্রীজটি।
সম্প্রতি ওই ব্রীজের উপরিভাগের ঢালাই কয়েকটি স্থানে ভেঙ্গে লোহাররড বের হয়ে গেছে। যার কারণে এর উপর দিয়ে বন্ধ হয়ে গেছে যাত্রীবাহী টমটম ও রিক্সা চলাচল। এলাকাবাসী ব্রীজের ভাঙ্গা অংশ গুলোতে কাঠের টুকরা রেখে লোকজন যাতায়াত করছে। ওই ব্রীজটি দিয়ে দুই গ্রামের শত শত পথচারী মাদ্রাসা ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন আসা-যাওয়া করছে। তাই ওই ব্রীজের উপরিভাগের ঢালাইকৃত অংশ ভেঙ্গে অচিরেই সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী