কাকাইলছেও-আজমিরীগঞ্জ সড়কের বেহাল দশা, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

শাহরিয়ার ফয়ছাল আহমেদ :
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল বন্যার পানিতে কালনী- কুশিয়ারা ভেড়ামোহনা ও বশিরা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে করে বন্যার পানিতে নিম্নাঞ্চল সহ সড়কটি তলিয়ে যায়। বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ ব্যবস্থা। 

এক সময় পানি নেমে গেলে, দীর্ঘ ৬ কিলোমিটার রাস্তার ৯০ ভাগেরই ঢালাই কার্পেটিং ভেঙ্গে খানা-খন্দে পরিণত হয়। দেবে যায় রাস্তার অধিকাংশ স্থান। প্রতিদিন ভোগান্তিতে পরছে হাজার হাজার মানুষ। কাকাইলছেও আজমিরিগঞ্জ সড়কটি ভৌগলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। কাকাইলছেও ইউনিয়নের সাথে ভাটি অঞ্চলের সাত থেকে আঁটটি গ্রামের যোগাযোগ এবং ব্যবসায়িকভাবে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের জনপ্রতিনিধি এবং সরকারের পক্ষ থেকে এ রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছে এলাকাবাসী এবং মাননীয় এমপি মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।


শেয়ার করুন