আজমিরীগঞ্জ পুলিশের অভিযানে ৪ জুয়াড়ি গ্রেপ্তার

আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ, মোঃ মাসুক আলী এর দিক নির্দেশনায় শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর কবির এর নেতৃত্বে “টিম আজমিরীগঞ্জ থানা” গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানাধীন ০৫নং শিবপাশা ইউ/পি’র অন্তর্গত পশ্চিমভাগ সাকিনস্থ জবান উদ্দিন চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয় তিন তলা বিশিষ্ট ভবনের ছাদের উপর দারোয়ানের থাকার ফাকা কক্ষে (১৩/১০/২০২২) তারিখ রাত্র অনুমান ০২.৪৫ ঘটিকায় অভিযান পরিচালনা করিয়া জুয়া খেলা অবস্থায় আসামী ১। আবুল মিয়া (২১) পিতা- মোঃ সঞ্জব আলী ২। সানোয়ার মিয়া (২০) পিতা- মৃতঃ ফুল মিয়া ৩। মোহামিন (২০) পিতা- সাবাজ মিয়া, ৪। সুজন মিয়া (২৪) পিতা- আবুল মিয়া, সর্ব সাং- পশ্চিমভাগ (ধানুহাটি), ০৫নং শিবপাশা ইউ/পি, থানা- আজমিরীগঞ্জ, জেলা-হবিগঞ্জদের গ্রেফতার করা হয়।

 আসামীদের দখল হইতে জুয়া খেলায় ব্যবহৃত ৫৩৬০/- টাকা এবং জুয়া খেলার সরঞ্জামাদি তাস জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করা হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হইয়াছে

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন