শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকার দেশকে এখন উন্নয়নের রোল মডেল হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছে- এমপি আবু জাহির

এম. মুজিবুর রহমান : হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব মো: আবু জাহির বলেন, শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকার দেশকে এখন উন্নয়নের রোল মডেল হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছে, উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে  কোমল মতি শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর কারিগরি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে  আমূল পরিবর্তন এনেছে সরকার। ২০ অক্টোবর  দুপুরে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বড় সাকুয়া হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ে যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে কর্তৃক আয়োজিত নবম মেধাবৃত্তি প্রদান ও স্মারকগ্রন্থ ‘হৃদয়ে নবীগঞ্জ’ এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন৷

যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউ.কে’র সভাপতি আলহাজ্ব মোঃ: আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রুবেল মিয়া ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রত্নদীপ দাস রাজু’র যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ-১ (নবীগঞ্জ - বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী)

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারিয়ার, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: গিয়াস উদ্দিন, ট্রাস্টের সাবেক চেয়ারম্যান অনর উদ্দিন চৌধুরী জাহিদ, আবুল কালাম আজাদ ছোটন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, হাজী আঞ্জব আলী হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলাতাফ আলী, প্রধান শিক্ষক রিয়াজুল করিম জানু প্রমুখ। 


উল্লেখ্য যে, নবীগঞ্জ উপজেলার হাইস্কুল, কলেজ, মাদ্রাসার ২৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়।


শেয়ার করুন