কাজীর হাট থানা আওয়ামী লীগ নিয়ে জিল্লুর রহমানের সাক্ষাৎকার

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীর হাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোঃ জিল্লুর রহমান মিঞা কাজীর হাট থানা আওয়ামী লীগের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি সাক্ষাৎকার দেন।

এ সময় তিনি বলেন, আমি দীর্ঘ ছয় বছর যাবত কাজীর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেছি। মাননীয় প্রধানমন্ত্রী এবং দক্ষিণ বাংলার রাজনীতির অভিভাবক আবুল হাসনাত আব্দুল্লাহর দিকনির্দেশনায় কাজীর হাটের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। নেতার নির্দেশনায় জনগণের কাছে যাই, মানুষকে ভালোবাসি। জেলা পরিষদের সদস্য হিসেবে আমার এলাকায় মাদক,ইভটিজিং, বাল্যবিবাহ এবং সন্ত্রাস দমনে সর্বোচ্চ ভূমিকা পালন করার চেষ্টা করি। করোনা মহামারী কালীন সময়ে আমি ত্রান, স্যানিটাইজার,মাক্স থেকে শুরু করে অনেক সরকারি সাহায্য, সহযোগিতা করেছি। আমি মসজিদ,মাদরাসা, রাস্তাঘাট সহ ব্যাপক উন্নয়ন করেছি। সামনে জাতীয় নির্বাচনকে রেখে এবং আমাদের প্রিয় নেতা আবুল হাসনাত আব্দুল্লাহর নির্দেশনায় কাজীর হাট থানা আওয়ামী লীগকে সুসংগঠিত ও শক্তিশালী করতে চাই।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন