নবীগঞ্জের ইনাতগঞ্জে সন্ত্রাসী হামলার ঘটনায় কাছাব উদ্দিন জেল হাজতে

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামে নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন ও তার ভাগনা ভাগনির উপর সন্ত্রাসী হামলার ঘটনায় অন্যতম আসামী কাছাব উদ্দিনের জামিন নাঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 গতকাল মঙ্গলবার হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে মাননীয় আদালত তার জামিন নাঞ্জুর করেন।


সে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের মৃত তোতাফর উল্লার পুত্র। একই মামলার আরেক আসামী মৃত তাহির মিয়ার পুত্র দুরুদ আলী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আবুল ফজল।


ইতিপূর্বে ওই মামলার প্রধান আসামী লন্ডন প্রবাসী আনোয়ার হোসেন কামাল,সিরাজুল ও কাজী ছলিম উদ্দিন কারাভোগ করে বর্তমানে জামিনে রয়েছে। 


উল্লেখ্য,গত ২০ মে বিকেলে জায়গা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে প্রজাতপুর গ্রামের বাবলু মিয়ার বাড়িতে অনুষ্টিত শালিস বৈঠকে নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন ও তার ভাগনা ভাগনির উপর হামলা চালায় লন্ডন প্রবাসী আনোয়ার হোসেন কামালের নেতৃত্বে ১৫/২০ জন সন্ত্রাসী। হামলায় সাংবাদিক রাকিলসহ আহত হন তার ভাগনা ভাগনি। আহতদের নবীগঞ্জ ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।


এ ঘটনায় পরদিন স্বপন মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ কাওসার আলম দীর্ঘ তদন্ত শেষে গত সপ্তাহে আদালতে চার্জশীট দাখিল করেন।


শেয়ার করুন