মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু

রকিবুল ইসলাম রকি : মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎপৃষ্টে ইবনে মাজ (২)নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে গাংনী শহরের ভিটাপাড়ায় এ ঘটনা ঘটে।

ইবনে মাছ মেহেরপুর সদর উপজেলার বারাদি গ্রামের বুলবুল হোসেনের ছেলে।

ইবনে মাজের চাচা হুমায়ুন কবির জানান, ইবনে মাজ গতকাল বিকেলে তার মায়ের সাথে নানার বাড়ি গাংনী র‍্যাব ক্যাম্প পাড়ার হারেজ আলীর বাড়িতে যায়।

আজ রোববার সকালে সিঁড়ির নিচে বৈদ্যুতিক মোটরের তারে হাত দিলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যায় সে


শেয়ার করুন