আজমিরীগঞ্জের জলসুখায় মোবাইল চোর আটক

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায়  জলসুখা ইউনিয়নে  এক মোবাইল চোর  আটক ।  খোঁজ নিয়ে জানা যায় আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে শঙ্খমল উত্তর  পাড়া গ্রামের ফজল মিয়া ঘরে ১৪ই নভেম্বর রোজ  সোমবার  সন্ধা  প্রায় ৫.৩০ মিনিটের সময় লোকজন  যখন কাজে ব্যাস্তছিল এই মহোর্তে চোর ঢুকে মোবাইল নিয়ে বেরিয়ে  যাওয়ার  সময়  ফজল মিয়ার ছেলে  দেখতে  পেয়ে  ফজল মিয়াকে ডাক দিলে ফজল মিয়া চোরকে আটক করে জলসুখা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের হেফাজতে  দেওয়া  হয়।

আরও  জানা যায় বানিয়াচং উপজেলার  ৩নং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের  বানেশ্বর পাড়া  গ্রামের ফজলু খার ছেলে  মোসাহিদ  খা    সুজন মিয়া নামে  এক জনকে সাথে  নিয়ে  তাদের বন্ধু আলেক মিয়ার মোটরসাইকেল নিয়ে  চোরি করতে  আসে। রাত ৮ঘটিকার সময় আলেক মিয়া খবর পেয়ে আসে। এবং জলসুখা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফয়েজ আহমেদ খেলু মিয়ার মাধ্যমে  নগত দশ হাজার  টাকা  জরিমানা ও মুছলেখা দিয়ে  চোর ও মোটরসাইকেল  নিয়ে  যায়



শেয়ার করুন