রকিবুল ইসলাম রকি : "দু্র্ঘটনা দূর্যোগ হ্রাস করি,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি" এই প্রতিপাদ্য নিয়ে মেহেরপুরের গাংনীতে ৩ দিন ব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।
কাজীপুর ডিগ্রি কলেজের প্রভাষক রিয়াজ আহমেদের সঞ্চালোনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইছাহক আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।
বিশেষ অতিথি ছিলেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুর রাজ্জাক।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার সহিদুর রহমান,বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক হাজী মোহাম্মদ মতিয়ার রহমান বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।