সোমবার সকালে উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামে এ ঘটনা ঘটে।
সে চলতি বছর করমদী মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২২ সালে এসএসসি পরিক্ষা দিয়েছিল।
লিজা আক্তার উপজেলার করমদী গুসাইডুবি গ্রামের বাহরাইন প্রবাসী মোঃ জালাল উদ্দীনের মেয়ে।
স্থানীয়রা জানান, লিজা আক্তার রাতে কখন বিষ খেয়েছে কেউ জানেনা।পরে বুঝতে পেরে বাড়ি ও আশেপাশের লোকজন উদ্ধার করে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টার নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডাক্তার নুর আলম বলেন,আমার এখানে পৌঁছানোর পরপরই সে মারা যায়।ধারণা করা হচ্ছে সে রাতের কোন এক সময় বিষপান করেছিল।
মৃত লিজা আক্তারের বড় চাচা মোঃ আঃ রশিদ বলেন,আমি ব্যবসায়ী কাজে বাইরে ছিলাম।খবর পেয়ে দ্রুত বাড়িতে ছুটে আসি।বাড়িতে কোন ঝামেলা হয়নি কিন্তু কেন মেয়ে এমন কাজ করেছে জানিনা।ধারনা করা হচ্ছে বাড়িতে রাখা বিষ পান করে তার মৃত্যু হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।