স্বেচ্ছাচারিতা এবং অশোভন আচরণের অভিযোগ করেছেন শিক্ষক ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের স্বস্থিপুর গ্রামে অবস্থিত  এমপিও ভুক্ত মতিউর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় চরম হট্টগোল সৃষ্টি করে সভা ভন্ডুল করে দিয়েছেন সভাপতি ও প্রতিষ্ঠাতা মতিউর রহমান চৌধুরী অভিযোগ শিক্ষক ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দের৷ ঘটনাটি ঘটেছে ১ ডিসেম্বর বৃহস্পতিবার  সকাল ১১ঘটিকায়৷ 


শুধু তাই নয় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ আরো অভিযোগ করে বলেন, মতিউর রহমান চৌধুরী'র স্বেচ্ছাচারিতা এবং অশোভন আচরণের ফলে অত্র শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/ শিক্ষিকা, ছাত্র,অভিভাবক সহ ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে নানা মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃস্টি হয়েছে৷ 

সরেজমিনে ঘুরে জানাযায়, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের

৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ অনুমোদন নিয়ে উল্লেখিত সময়ে বিদ্যালয়  কর্তৃক আয়োজিত প্রধান শিক্ষকের কক্ষে ম্যানেজিং কমিটির সভা চলাকালীন সময়ে  উপস্থিত ছিলেন, সভাপতি মতিউর রহমান চৌধুরী, ম্যানেজিং কমিটির সদস্য আঃ কাদির,জবর আলী,গৌরাঙ্গ সরকার,সুজাত মিয়া,হেনা বেগম,আবিদা বেগম ও জাহিদুল হক সহ অারো অনেক অভিভাবক বৃন্দ৷ এসময় প্রতিষ্ঠানে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ অনুমোদনের জন্য সর্বসম্মতি হলে, সভাপতি মতিউর রহমান তাঁর এক নিকটাত্মীয়ের জন্য সুপারিশ করে  কাম কম্পিউটার অপারেটর পদে মনোনীত না হওয়ার কারনে উক্ত কর্মচারী নিয়োগ অনুমোদনের বিরোধিতা করে স্বেচ্ছাচারিতা ও সভায় উপস্থিত সবার সাথে অশোভন আচরণ করে চরম হট্টগোল করে সভা ভন্ডুল করে দেন৷ এতে উপস্থিত সবার মধ্যে চরম ক্ষোভ বিরাজ করে৷ এ বিষয়ে প্রধান শিক্ষক   মোছাঃ আছমা খাতুনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মিটিয়ে উপস্থিত সবাই একমত পোষণ করলেও সভাপতি তিনি বিরোধিতা করে হট্টগোল সৃষ্টি করেন এবং নানা হুমকি ধামকি দিয়ে মিটিং ভন্ডুল করে দেন৷ তিনি আরো বলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকে তাদের অফিস সহায়ক বিশখা  সরকার একজন অফিস সহায়ক হিসেবে বৈধভাবে কর্মরত কিন্তু বিগত ৪ বছর ধরে সভাপতি মতিউর রহমান চৌধুরী তার বেতন /ভাতা আটকিয়ে রেখেছেন, তিনি স্বাক্ষর না করায় বিশখা সরকার বেতন ভাতা উত্তোলন করতে পারছেননা৷ 

এ ব্যাপারে প্রতিষ্ঠানের সভাপতির সাথে যোগাযোগ করা হলে তার উপরে আনীত সব অভিযোগ অস্বীকার করে স্থানীয় সংবাদ কর্মীকেও দেখে নেবার  হুমকি দেন৷ 

ম্যানেজিং কমিটির সদস্য সুজাত মিয়া ও জবর আলী সহ আরো অনেকেই বলেন মতিউর রহমান চৌধুরী সাহেবের কারনে আজ একটি প্রতিষ্ঠানের দুর্নাম হচ্ছে এবং একজন অসহায় মহিলা অফিস সহায়ক বিশখা সরকার তার ন্যয্য বেতন ভাতা থেকে বিগত ৪ বছর থেকে বঞ্চিত,সে এনিযে ২৯/১০/২০২০ ইং তারিখে  জেলা শিক্ষা অফিসার বরাবরে একটি লিখিত আবেদন করলেও সুরাহা হয়নি,এতেও ক্ষিপ্ত হয়ে আছেন মতিউর রহমান  ৷ এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল


শেয়ার করুন