আমিনুল ইসলাম আপন : ইংরেজী নতুন বছর উপলক্ষে আবারও আসছে হবিগঞ্জের জনপ্রিয় কন্ঠ শিল্পী আব্দুল আউয়ালের নতুন মৌলিক গান।
"আন্ধার ঘরের চাঁন্দের আলো " শিরোনামের রোমান্টিক মৌলিক গানটি ইউটিউব চ্যানেল এম গ্যালারী মিউজিক থেকে ৩১ শে ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬ টায় গানটি মিউজিক ভিডিও আকারে রিলিজ হচ্ছে।
গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। কম্পোজিশন করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় মিউজিক ডিরেক্টর তানভীর চৌধুরী।
তানভীর চৌধুরী বলেন গানের কথা ও সুর খুবই চমৎকার। মিউজিক করতে অনেকটাই সাচ্ছন্ধবোধ করেছি, কন্ঠ শিল্পী আউয়াল ভাই চমৎকার গেয়েছেন। আশা করি শ্রুতাদের ভালো লাগবে।
কণ্ঠ শিল্পী আব্দুল আউয়াল বলেন এটা আমার ১৮তম মৌলিকগান, আমার কথা ও সুরে এটাই প্রথম গান তবে আমার বেশীর ভাগ গান আমিই সুর করেছি। এই গানের সুরেও নতুনত্ব এনেছি আশা করি গানটি ভালো লাগবে। গানটির ভিডিও এবং এডিট করেছেন মনির আহমেদ।
খবর বিভাগঃ
বিনোদন