মোঃ মোজাহিদ মিয়া: হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় গভীর রাতে আগুনে পুড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনাটি ঘটে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়ন-এর অন্তর্গ ত ঘরদাইর গ্রামের ১নং ওয়ার্ড নিবাসী বড় হাটির আব্দুল কদ্দুছ মিয়ার ঘরে। গত ১৭ই জানুয়ারি রোজ মঙ্গলবার গভীর রাত প্রায় ৩ ঘটিকার সময় আগুন লাগে ঐ ঘরে। এতে ঘরের মধ্যে ঘুমে থাকা অবস্থায় আব্দুল কদ্দুছ মিয়ার ছেলে জাবেদ মিয়া (৩০)নামে এক যুবকের মৃত্যু হয়।
স্থানীয়দের সূত্রে জানা যায়, জাবেদ মিয়া একজন মানসিক রোগী ছিল। মানসিক রোগী হওয়ার কারণে তার দুই বিবাহিতা স্ত্রী তার সাথে ঘর সংসার করে নি। জাবেদ ধুমপান বেশি করত। তাই স্থানীয়দের ধারণ ধুমপান থেকে আগুনের সূত্রপাত ঘটে। ঘরের মধ্যে জাবেদ একাই ঘুমে ছিল। মা-বাবা অন্যত্র মামার বাড়ি থাকে। এই নিয়ে মৃত জাবেদের বাবা কদ্দুছ মিয়ার সঙ্গে আলোচনা করলে তিনি জানান, আমার ছেলে মানুষিক রোগী । তাহার মৃত্যুর জন্য কাউকে দায়ী করছি না।