নবীগঞ্জের ইমাম বাড়ী জনকল্যাণ সংগঠন এর উদ্যোগে গরীব অসহায় দুঃস্থ শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরন

১৯ জানুয়ারী  বৃহস্পতিবার  বিকাল ৪ ঘটিকায় "জনকল্যাণ সংগঠন" ইমাম বাড়ী আঞ্চলিক শাখার উদ্যোগে শেখ মোস্তফা কামাল মার্কেটের কুসুম ক্লথ ষ্টোর এর সামনে গরীব অসহায় দুঃস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরন ও আলোচনা সভা উনুষ্টিত হয়৷ 

 মোঃ সমশের উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ কতুব উদ্দিন শরিফ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে বক্তব্য রাখেন, লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক দানবীর শেখ মোস্তফা কামাল (আবু তালিব), প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,এই শীতকালীন সময়ে 

কনকনে  ও তীব্র শীতে  দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে  বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। তাই শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার। তিনি আরো বলেন,  নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষকে  সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। এমন মহৎ ও পুণ্যময় কাজই সর্বোত্তম ইবাদত বলে আমি মনে করি।

এতে বিশেষ অতিথি  ছিলেন হাজী লুৎফুর রহমান সুফি মিয়া, অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন কালিয়ারভাঙা ইউপি ২নং ওয়ার্ড মেম্বার মোঃ আকবর আলী, ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ সফি মিয়া,বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ আব্দুল্লাহ মিয়া, বদরুজ্জামান চৌধুরী স্বাধীন, ডাঃ খাইরুল আমিন, মোঃ জিহাদ খান, মোঃ সাইফুল ইসলাম চৌধুরী, রাছেল খান, মতিন মিয়া চৌধুরী, শেখ মইনুল ইসলাম, মোস্তফা কামাল, জসিম উদ্দিন, বাবু গোপাল রায়, শেখ মোজাহিদ মিয়া, আজহার আলী, রোকন চৌধুরী, রফিকুল তালুকদার, মাছুম মিয়া, সবজুল মিয়া, রিয়াদ পাটান, সোহাগ খান, হুমায়ুন মিয়া, জাহাঙ্গীর আলম, এচাড়া আরো উপস্তিত ছিলেন  এলাকার  অনেক গন্য মান্য ব্যক্তিবর্গ৷


শেয়ার করুন