বানিয়াচংয়ের মকা গ্রামের আলোচিত ত্র্রিপল মার্ডার মামলার প্রধান আসামী অবশেষে শ্রীঘরে

হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার  কাগাপাশা ইউনিয়নের মকা গ্রামের শফিকুল বাহিনীর প্রধান ও ক্রাইম জোনের গড ফাদার ত্র্রিপল মার্ডার মামলার প্রধান আসামী শফিকুল আলম চৌধুরী ওরফে শফিক ( ৫১) অবশেষে শ্রীঘরে৷ তার পিতার নাম মৃত আব্দুল আলীম৷ 

তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা সহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে৷  

জানাযায়, ২০১৮ সালে একই গ্রামের বিল পাহাড়াদার ৫ সন্তানের জনক আকবর হোসেন চৌধুরী হত্যা মামলার চার্জশিট ভুক্ত আসামী শফিকুল চৌধুরী  ৩১ জানুয়ারী হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত ক,গ ৪ বানিয়াচং এর  বিজ্ঞ বিচারক জনাব ফখরুল ইসলামের আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন৷ এছাড়াও তার বিরুদ্ধে রযেছে মকা গ্রামের সাহাদ হত্যা মামলা ও মহিবুর চৌধুরী হত্যা মামলা সহ একাধিক মামলা মোকদ্দমা৷ সে ও তার বাহিনী খুন খারাবি সহ এমন কোনো সন্ত্রাসী কাজ  নেই তারা তাদের বাহিনী দ্বারা করতে পারেনা৷ তাদের দ্বারা সব কিছুই সম্ভব৷ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো লোক এলাকায় নেই৷ এযেন মুকুটহীন সম্রাটের অপরাধের স্বর্গরাজ্য গড়ে তোলেছেন এই শফিকুল ও তার বাহিনী৷ 

এদিকে হত্যা মামলাে প্রধান  আসামিকে হাজতবাসে প্রেরণ করায বিজ্ঞ আদালত ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন বাদী, অনেকদিন পরে হলেও মূল অপরাধী আটক হয়েছে। এটা দেখে মানুষ শিক্ষা পাবে, অপরাধ করে পার পাওয়া যায় না। এর সঙ্গে আরও যারা জড়িত তাদের সবারই ফাঁসি দাবী করেছেন নিহতের পরিবার গুলো


শেয়ার করুন