আসছে নতুন গান "কোথায় বাধলী ঘর"

ইংরেজী নতুন বছর উপলক্ষে আবারও আসছে আমিনুল ইসলাম আপনের লিখা নতুন গান। 

"কোথায় বাধলী ঘর" শিরোনামের গানটি ইউটিউব চ্যানেল RA TV থেকে ৩০শে ডিসেম্বর শনিবার বিকেল ৩ টায় গানটি মিউজিক ভিডিও আকারে রিলিজ হচ্ছে। 

গানের কথা লিখেছেন আমিনুল ইসলাম আপন । গানটিতে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় কন্ঠ শিল্পী এম এস খোকন।

তানিয়া ইসলামের প্রযোজনায় ও প্রিন্স হাসানের পরিচালনায় গানটি মিউজিক ভিডিও করা হয়েছে। গানটিতে মডেল হিসেবে কাজ করে প্রিন্স হাসান, জান্নাত ও আপন

গীতিকার আমিনুল ইসলাম আপন বলেন, গানের কথা ও সুর অনেক ভাল হয়েছে আশা করি শ্রোতাদের গানটির ভাল লাগবে। গানটির ভিডিও এবং এডিট করেছেন শাকিল আহমেদ।


শেয়ার করুন