ইংরেজী নতুন বছর উপলক্ষে আবারও আসছে আমিনুল ইসলাম আপনের লিখা নতুন গান।
"কোথায় বাধলী ঘর" শিরোনামের গানটি ইউটিউব চ্যানেল RA TV থেকে ৩০শে ডিসেম্বর শনিবার বিকেল ৩ টায় গানটি মিউজিক ভিডিও আকারে রিলিজ হচ্ছে।
গানের কথা লিখেছেন আমিনুল ইসলাম আপন । গানটিতে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় কন্ঠ শিল্পী এম এস খোকন।
তানিয়া ইসলামের প্রযোজনায় ও প্রিন্স হাসানের পরিচালনায় গানটি মিউজিক ভিডিও করা হয়েছে। গানটিতে মডেল হিসেবে কাজ করে প্রিন্স হাসান, জান্নাত ও আপন
গীতিকার আমিনুল ইসলাম আপন বলেন, গানের কথা ও সুর অনেক ভাল হয়েছে আশা করি শ্রোতাদের গানটির ভাল লাগবে। গানটির ভিডিও এবং এডিট করেছেন শাকিল আহমেদ।
খবর বিভাগঃ
নতুন আপডেট
বিনোদন