বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে "তুই আমার আসমানের চাঁন" শিরোনামে আবারও নতুন মৌলিক গান নিয়ে আসলেন কন্ঠ শিল্পী আব্দুল আউয়াল। ফরিদা ইয়াসমিন শম্পার কথায়, সুর করেছেন শিল্পী নিজেই। গানটির মিউজিক করেছেন শ্রীবাস আচার্য এবং ভিডিও পরিচালনা ও সম্পাদনা করেছেন জুয়েল ইসলাম। আগামী কাল ১৩ ই ফেব্রুয়ারী সন্ধ্যা ৬ টায় "আপন মাল্টিমিডিয়া" ইউটিউব চ্যানেল থেকে গানটি মিউজিক ভিডিও আকারে রিলিজ হবে।
কণ্ঠ শিল্পী আব্দুল আউয়াল বলেন মৌলিক গান করে জনপ্রিয়তা পাওয়া অনেক কঠিন কাজ তার পরও নিজের ভালোলাগা থেকেই প্রতিনিয়ত মৌলিক গান করে যাচ্ছি। গানটির চমৎকার কথা লিখেছেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান ফরিদা ইয়াসমিন ও বরাবরের মতই দারুণ মিউজিক করেছেন শ্রীবাস আচার্য। আশা করি ভালো কিছু উপহার দিতে পারবো।
চুনারুঘাটের দেউন্দি চা বাগানের মনোরম দৃশ্যে গানটির ভিডিও ধারন করা হয়েছে।
খবর বিভাগঃ
বিনোদন