ঈদুল ফিতর উপলক্ষে সম্মানীত অভিভাবক, শুভাকাক্সক্ষী, শিক্ষক, শিক্ষার্থীসহ দেশ ও প্রবাসে বসবাসরত ভাই-বোন আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী সহ সকল পেশাজীবি মানুষকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। তিনি বলেন, রমজানের র্দীঘ একমাস সিয়াম সাধনার পর মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নেক বান্ধাদের জন ̈ ঈদুল ফিতর হলো আনন্দময় পুরুষ্কার। পবিত্র ঈদুল ফিতর আমাদের ধনী দরিদেধর ভেদাভেদ ভূলে সব মানুষকে এক কাতারে দাড়ানোর শিক্ষা দেয়। ঈদ সব শ্রেনী পেশার মানুষর মধে ̈ গড়ে তোলে সৌহাদ র্̈, সম্পধীতি ও ঐকে ̈র বন্ধন। আমাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব পরিচিত জন অনেক কেই আমরা পরিবারের সদস ̈ কারো বাবা ভাই বোন আত্মীয়, স্বজন হারিয়েছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাই আসুন আমরা সকলে মিলে একটি সুন্দর দেশ গড়ি। আল্লাহ আমাদের সকলকে সুন্দর সুস্থ রাখেন, আমিন।
খবর বিভাগঃ
ধর্ম