প্রীতি কবি, কলামিস্ট ও গণমাধ্যম বিশ্লেষক ওমায়ের আহমেদ শাওন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অবৈধ স্বৈরশাসক দ্বারা পরিচালিত বাংলাদেশ পুলিশ বাহিনী নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর ও মজলুম জনগেণের ওপর নির্বিচারে গুলি করে অগণিত মানুষকে হত্যা করেছে। যার কারণে জাতির কাছে পুলিশ POLICE শব্দটি প্রশ্নবিদ্ধ ! যেসব পুলিশ স্বৈরশাসকের আমলে কোন প্রকার অপরাধ করেনি তাদের বিষয়টি ভিন্ন। অপরাধী পুলিশদের পাশাপাশি পুলিশ বাহিনীতে চাটুকার-দালালদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় নিয়ে আসা উচিত। স্বৈরশাসকের সময়ে পুলিশের যেকোন অপরাধের বিচার করা হতো না। তাই অপরাধের মাত্রা ছাড়িয়ে যেতো। সে কারণে ত্রাসের মধ্যে দেশ বহু বছর অতিবাহিত হয়েছে-। দেশের মানুষ পুলিশি হয়রানি ও অত্যাচার আর সহ্য করতে চায় না। পুলিশ অপরাধ করলে তাদের দ্বিগুন শাস্তি প্রদানের বিধান রেখে আইন করা সময়ের দাবী।
তিনি আরও বলেন, Police পুলিশ শব্দটি জনগণের কাছে চরম ঘৃণার হিসাবে প্রমাণিত হয়েছে। এটি বর্তমানে একটি গালিও বটে। তাই পুলিশ শব্দটি বিলোপ করে “সিকিউরিটি গার্ড বা পিপলস্ গার্ড” লেখা হোক। যারা পুলিশ বাহিনীতে চাকুরী করছে বা করবে তারা সকলে জনগণের ‘‘সিকিউরিটি গার্ড বা পিপলস্ গার্ড’’ হিসাবে পরিচিতি লাভ করুক। ‘‘সিকিউরিটি গার্ড বা পিপলস্ গার্ড’’ এর লোগোতে কোন প্রকার রাজনৈতিক চিহ্ন ব্যবহার না করা উচিত। তারা কোন রাজনৈতিক দলের তাবেদারীও করবে না। ন্যায়-নীতি ও সাম্যের সাথে তারা পেশাগত দায়িত্ব পালন করুক এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অবদান রাখুক।
রাজনৈতিক উদ্দেশ্যে তারা ব্যবহৃত না হয়ে জনগণের কল্যাণেই অবদান রাখুক। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে ত্যাগী হোক।