আজমিরীগঞ্জে ৯দিন পর থানা পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। দুপুরে আজমিরীগঞ্জ থানায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন ইমন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক, বিএনপি ও সকল অঙ্গ সংঘটনের নেতৃবৃন্দ, খেলাফত মজলিস ও জামাতের নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দসহ সাংবাদিকবৃন্দ প্রমূখ। এসময় সেনাবাহিনীর ক্যাপ্টেন ইমন চৌধুরী উপস্থিত সকলের প্রতি শান্তিপূর্ণ আজমিরীগঞ্জ উপজেলা গড়তে সকল ধরনের রাজনৈতিক উস্কানীমূলক কাজে লিপ্ত না থাকার আহ্বান জানান।
পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহোযোগিতা করতেও উপস্থিত বলেন তিঁনি। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ডালিম আহমেদ বলেন, আজমিরীগঞ্জের সকল নাগরিকের জন্য সকল ধরনের সেবা দিতে আজমিরীগঞ্জ থানা পুলিশ সর্বদা কাজ করে যাবে।
খবর বিভাগঃ
আজমিরীগঞ্জ
হবিগঞ্জ