আজমিরীগঞ্জের সাবেক ভাইস-চেয়ারম্যান সজীবের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা, ভাংচুর

আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মমিনুর রহমান সজীবের বাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন সজীব ও তার পরিবারের সদস্যা। মমিমুনর রহমান সজীব বলেন, ‘৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগের পর আমাদের দলের নেতাকর্মীদের উপর হামলা-নির্যাতন ও গণগ্রেফতার শুরু হয়। গ্রেফতার এড়াতে অন্যান্য নেতাকর্মীদের ন্যায় আমিও আত্মগোপন করি। ওই দিন বিকেলে উপজেলা সংলগ্ন আমার ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস ভাংচুর করা হয়। ব্যবস প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ, ধান, চালসহ প্রায় ৭০ লাখ টাকার মালামাল লুট করা হয়। রাতে আমার বাড়িতে হামলা ও ভাংচুর করা হয়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়’। 

সজীব জানান, হামলার পর তার পরিবারের সদস্য অনেকটা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং তার লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানান।


শেয়ার করুন