নবীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লুটন বিইডিএস ইউকে কর্তৃক নগদ অর্থ প্রদান

এম. মজিবুর রহমান, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :

যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লুটন বিইডিএস ইউকে এর অর্থায়নে মোঃ নাজমুল আলম চৌধুরী বাবুল এর সার্বিক তত্ত্বাবধানে নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। 

৫ অক্টোবর শনিবার সকাল ১১ ঘটিকায় উক্ত ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ পৌঁছে দেন । এ সময় স্থানীয় 

স্বেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন আমজদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মনছুর আহমদ আজাদ, কালাভরপুর গ্রামের মোঃ লুৎফুর মিয়া, মোঃ সাইফুর রহমান, প্রজাতপুর গ্রামের মোঃ ফয়ছল মিয়া, নুরুল আমীন চৌধুরী প্রমূখ। সুদূর যুক্তরাজ্য থেকে দেশের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এলাকাবাসী গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লুটন বিইডিএস ইউকে সভাপতি খুররম চৌধুরী, সিনিয়র সহসভাপতি নানু মিয়া, সাধারণ সম্পাদক মনসুর আহমদ রুবেল এবং ট্রেজারার মিয়া মুহাম্মদ জামিলকে সহ উক্ত সংগঠনের সাথে সম্পৃক্ত সকল সদস্যকে আন্তরিক  ধন্যবাদ জ্ঞাপন করেন।


শেয়ার করুন