কাকাইলছেওয়ে ব্যাটারি চালিত অটোরিকশা চুরি করে পালানোর সময় পুলিশের হাতে ধরা

আব্দুল মজিদ, কাকাইলছেও প্রতিনিধি :
আজমিরীগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা চুরি করে পালানোর সময় মানিক মিয়া নামে এক চুরকে আটক করেছে এসআই জয়ন্ত।

আটককৃত চুরের নাম মানিক মিয়া (১৯) পিতার নাম জয়নাল মিয়া। সে কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর এর বাসিন্দা। 

শনিবার (০২/১১/২০২৪) আনুমানিক ১ টার দিকে মোঃ রুবেল ভূঁইয়ার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। 

মানিক মিয়া অটোরিকশা চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় আজমিরীগঞ্জ থানা পুলিশ ২.৩০ মিনিটের দিকে সন্দেহ জনকভাবে মানিক মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে অটোরিকশাটি চুরি করে এনেছে বলে জানায়। পরে পুলিশ অটোরিকশা সহ মানিক মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। 

খবর পেয়ে ভুক্তভোগী অটোরিকশার মালিক আশিক মিয়া থানায় উপস্থিত হয়ে মানিক মিয়ার বিরুদ্ধে অটোরিকশা চুরির মামলা দায়ের করে।

আজমিরীগঞ্জ থানার এসআই জয়ন্ত জানান, মানিক মিয়াকে কোর্টে প্রেরণ করে রিমান্ড চাওয়া হবে।


শেয়ার করুন