আজমিরীগঞ্জের বি এন পির উত্তপ্ত রাজনীতি এখন ইউনিয়নে ছরাচ্ছে

মোঃ আশিকুর রহমান স্টাফ রিপোর্টার : আজমিরীগঞ্জের বি এন পির  উত্তপ্ত রাজনীতি এখন ইউনিয়নে ছরাচ্ছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয় সম্পাদক আহমেদ আলী মুকিবের  একটি গ্রুপ,ও  সাবেক সাংগঠনিক সম্পাদক  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা ডাঃ সাখাওয়াত হাসান জীবন, একটি  গ্রুপ, নেতৃত্বের প্রতিযোগিতায় এখন উত্তপ্ত আজমিরীগঞ্জ  উপজেলা বি এন পি পাশাপাশি এখন  ইউনিয়ন পর্যায়ে চলে গেছে  রাজনীতি । দল গোছানোর চেষ্টা  উভয় পক্ষই এতে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে দলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।  আজমিরীগঞ্জ  উপজেলার  জলসুখা ইউনিয়নে  পাল্টা পাল্টি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। পক্ষে-বিপক্ষে  সভা সমাবেশ করেন জলসুখা ইউনিয়ন বি এন পি দুই পক্ষই। এতে এলাকায় আলোচনার ঝড় বইছে । গতকাল সোমবার ২টি আহবায়ক কমিটি গঠন হয় ।আহমেদ আলী মুকিব গ্রুপের ইউনিয়ন কমিটির সাবেক  সভাপতি সলিমুল্লাহর বাড়িতে বিকাল ৩ ঘটিকায় ২১জন সদস্য  বিশিষ্ট কমিটি গঠন করে। এবল  সন্ধায় জলসুখা  বাজারে ডাঃ জীবন গ্রুপে ৭১ সদস্য বিশিষ্টি  আহ্বায়ক কমিটি গঠন করে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন