শফিকুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখরের পদত্যাগে মিস্টি বিতরণ করেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা,তারা আরো বলেন কোনো বিশ্ববিদ্যালয় যেনো দুর্নীতি,অনিয়মের মধ্য দিয়ে রাজত্ব কায়েম না করতে পারে তার জন্য ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকবে। অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতার অভিযোগে টানা ষষ্ঠ দিনের সাধারণ শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা/কর্মচারীদের আন্দোলনের মুখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সৌমিত্র শেখর পদত্যাগ করেছেন।বুধবার রাষ্ট্রপতি বরাবর ও শিক্ষা সচিবের মাধ্যমে তিনি পদত্যাগপত্র জমা দেন।
ভিসির পদত্যাগের খবর ক্যাম্পাসে পৌঁছালে আন্দোলনকারীরা স্বস্তির নি:শ্বাস ফেলেন। আন্দোলনকারীরা আরো জানান, ভিসি পদত্যাগ করেছেন। তার সহচর ট্রেজারার আতাউর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ হুমায়ুন কবীর সহ আরো অতি উৎসাহী কর্মকর্তা/কর্মচারীরা পদত্যাগ না করলে আন্দোলন চলবে।