সারাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সারাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শেখ হাসিনার বিচারের দাবিতে দৌলতখানে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

শেখ হাসিনার বিচারের দাবিতে দৌলতখানে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

মোঃ বাবুল রানা, ভোলা (বরিশাল) থেকে:

শেখ হাসিনা ও তার  দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে উপজেলা বিএনপি  ও সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা । বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল  বের করা হয়। মিছিলটি দৌলতখান  পৌরশহর প্রদক্ষিণ  করে।


পরে দলীয় কার্যালয়ের সামনে  উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফারুক হোসেন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, উপজেলা  বিএনপির সাবেক সম্পাদক নাজিমুদ্দিন হাওলাদার, ক্রীড়া ও প্রকাশনা সম্পাদক  আব্দুল কাদের উজ্জল চৌধুরী, পৌর বিএনপির  সম্পাদক জাকির হোসেন বাবুল, উপজেলা ছাত্রদলের আহবায়ক সঞ্জীব  মৃধা, সদস্য সচিব সোহান পৌর ছাত্রদলের আহবায়ক  মোঃ রায়হান, সদস্য সচিব জুয়েল মৃধা।

গাংনীতে বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা

গাংনীতে বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা

রকিবুল ইসলাম রকি : মেহেরপুরের গাংনীতে মোছাঃ লিজা আক্তার শান্তা (১৭) নামের এক শিক্ষার্থী বিষপান করে আত্মহত্যা করেছে।

সোমবার সকালে উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামে এ ঘটনা ঘটে।

সে চলতি বছর করমদী মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২২ সালে এসএসসি পরিক্ষা দিয়েছিল।


লিজা আক্তার উপজেলার করমদী গুসাইডুবি গ্রামের বাহরাইন প্রবাসী মোঃ জালাল উদ্দীনের মেয়ে।


স্থানীয়রা জানান, লিজা আক্তার রাতে কখন বিষ খেয়েছে কেউ জানেনা।পরে বুঝতে পেরে বাড়ি ও আশেপাশের লোকজন উদ্ধার করে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টার নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ডাক্তার নুর আলম বলেন,আমার এখানে পৌঁছানোর পরপরই সে মারা যায়।ধারণা করা হচ্ছে সে রাতের কোন এক সময় বিষপান করেছিল। 


মৃত লিজা আক্তারের বড় চাচা মোঃ আঃ রশিদ বলেন,আমি ব্যবসায়ী কাজে বাইরে ছিলাম।খবর পেয়ে দ্রুত বাড়িতে ছুটে আসি।বাড়িতে কোন ঝামেলা হয়নি কিন্তু কেন মেয়ে এমন কাজ করেছে জানিনা।ধারনা করা হচ্ছে বাড়িতে রাখা বিষ পান করে তার মৃত্যু হয়েছে। 



গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

গাংনীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

গাংনীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

রকিবুল ইসলাম রকি : "দু্র্ঘটনা দূর্যোগ হ্রাস করি,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি" এই প্রতিপাদ্য নিয়ে মেহেরপুরের গাংনীতে ৩ দিন ব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। 


মঙ্গলবার বিকেলে উপজেলার বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ভার্চুয়ালী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।


কাজীপুর ডিগ্রি কলেজের প্রভাষক রিয়াজ আহমেদের সঞ্চালোনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইছাহক আলী।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।


বিশেষ অতিথি ছিলেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুর রাজ্জাক।


এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার সহিদুর রহমান,বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক হাজী মোহাম্মদ মতিয়ার রহমান বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

গাংনীর সড়কে গাছ ফেলে গণডাকাতি

গাংনীর সড়কে গাছ ফেলে গণডাকাতি

রকিবুল ইসলাম রকি : মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী-দেবিপুর সড়কে আবারো গণডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদলের হাত থেকে ইউপি সদস্য, সাংবাদিক, রোগী ও পথচারীসহ কেউ রক্ষা পাইনি। শনিবার দিবাগত রাত ১১ টা থেকে ২ টা পর্যন্ত বামন্দী পুলিশ ক্যাম্পের অদুরে বামন্দী-দেবিপুর মাঠের মধ্যে  এ ডাকাতির ঘটনা ঘটে। 


বামন্দী বাজারের সাবান আলীর ছেলে মাইক্রোবাস চালক রাজিব হোসেন বলেন, 'তিনি রাজশাহী থেকে রোগী নিয়ে করমদী গ্রামে রেখে বামন্দী আসার পথে ডাকাতদলের কবলে পড়েন। এসময় তিনি পালিয়ে যেতে সক্ষম হলেও মাইক্রোবাসের গ্লাস ভেঙ্গে দেয় ডাকাতদল।'


দেবিপুর গ্রামের বাসিন্দা ও বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকমের মেহেরপুর জেলা প্রতিনিধি জাহিদ মাহমুদ বলেন, 'মোটরসাইকেল যোগে বামন্দী বাজার থেকে রাত ১১ টার দিকে নিজবাড়ি দেবিপুর যাওয়ার পথে ডাকাতদল পথরোধ করে নগদ অর্থ ও মোবাইল ফোন কেড়ে নিয়ে রাস্তার পাশে থাকা একটি ট্রাকের ভিতর বসিয়ে রাখে। এছাড়া ট্রাকের ভিতর আরো অন্তত ১৫ জন পথচারীকে আটকিয়ে রাখে ডাকাতদল। পরে আনুমানিক রাত ২ টার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিতি হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়।'


এসময় তেঁতুলবাড়িয়া ইউপি সদস্য করমদী গ্রামের আব্দুল ওহাবও ডাকাতের কবলে পড়েন। তিনি বলেন, 'ডাকাতদল প্রথমেই আমাদের মোবাইল নিয়ে নেয় একারনে আমরা কারো সাথে যোগাযোগ করতে পারিনি।'


ডাকাতির ঘটনা নিয়ে কথা হয় মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সারোয়ারের সাথে। তিনি বলেন, ডাকাতির ঘটনার সাথে জড়িতদের চিহিৃত করার চেষ্টা চলছে। এখন পর্যন্ত কেউ আটক হয়নি।

গাংনীতে ১২ হাজার টাকার জাল নোট সহ গ্রেফতার-১

গাংনীতে ১২ হাজার টাকার জাল নোট সহ গ্রেফতার-১

রাকিবুল ইসলাম রকি : মেহেরপুরের গাংনীতে ১২ হাজার টাকার জাল নোট সহ ফখরুল ইসলাম (৪১) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলার করমদী বাজার এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। ফখরুল ইসলাম পটুয়াখালী জেলার বাউফল উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
করমদী বাজারের টেইলার্সের দোকান মালিক হাসান বছির জানান,প্রতারক ফখরুল ইসলাম তার শার্টের জামার বোতাম লাগানোর নাম করে দোকানে আসেন। এরপর আসেপাশে বিকাশের দোকান আছে কিনা জানতে চাইলে তখন জামাইয়ের দোকানে বিকাশ রয়েছে জানালে সে ১০ হাজার টাকা আর বিকাশ নম্বর দেয়। টাকা গুলো দেখে সন্দেহ হলে বাজারের কয়েকজনকে দেখানো হয়। পরে সেগুলো জাল বলে সনাক্ত হয়। এরপর সে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

স্থানীয় বাসিন্দা ও তেঁতুলবাড়িয়া ইউপির ৭ নং ওয়ার্ডের সদস্য মো: আব্দুল ওহাব জানান, প্রতারক ফখরুল ইসলামকে ১ হাজার টাকার ১২টি নোট সহ পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে।

গাংনী কৃষি কর্মকর্তার অনিয়ম দূর্নীতির তদন্ত প্রতিবেদন দাখিল

গাংনী কৃষি কর্মকর্তার অনিয়ম দূর্নীতির তদন্ত প্রতিবেদন দাখিল

রকিবুল ইসলাম রকি : মেহেরপুরের গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুনের অনিয়ম দূর্নীতির তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। গত সোমবার বিকালে তদন্ত কর্মকর্তা ও বারাদী হার্টিকালচারের উপপরিচালক হাবিবুল ইসলাম খান মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শঙ্কর কুমার মজুমদারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন।

তদন্ত কর্মকর্তা ও বারাদী হার্টিকালচারের উপপরিচালক হাবিবুল ইসলাম খান বলেন, গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুনের বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতির তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সরেজমিন তদন্ত করা হয়। তদন্তে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন,বঞ্চিত কৃষক ও সহ সংশ্লিষ্টদের বক্তব্য নেয়া হয়েছে। তদন্ত শেষে মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শঙ্কর কুমার মজুমদারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। তদন্তে অনিয়মের বিষয়টি জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজী হয়নি। 

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শঙ্কর কুমার মজুমদার বলেন, গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুনের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে অর্ধকোটি টাকার অনিয়ম দূর্নীতির বিষয়টি তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য তদন্ত প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

উল্লেখ্য : গাংনীতে ২০২১/২২ অর্থবছরে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুনের বিরুদ্ধে বেশ কয়েকটি প্রকল্প সহ মাঠ দিবসের নামে অর্ধকোটি টাকা লুটপাট অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠে। এ সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। একারনে অনিয়ম দূর্নীতির বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত নেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর । সিদ্ধান্ত অনুযায়ী গত ১৪ সেপ্টেম্বর বারাদী হার্টিকালচারের উপপরিচালক হাবিবুল ইসলাম খানকে প্রধান করে ১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 

গাংনীতে আগুনে পুড়লো চা দোকানীর স্বপ্ন

গাংনীতে আগুনে পুড়লো চা দোকানীর স্বপ্ন

রাকিবুল ইসলাম রকি : মেহেরপুরের গাংনীতে অগ্নিকাণ্ডে অসহায় আব্দুর রশিদের চায়ের দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার উপজেলার দেবীপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আব্দুর রশিদ উপজেলার তেঁতুল বাড়িয়া ইউনিয়নের চককল্যাণপুর গ্রামের মৃত অছিম উদ্দিনের ছেলে। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক আব্দুর রশিদ। 

স্থানীয়রা জানান,আব্দুর রশিদের চায়ের দোকানে বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।চায়ের দোকানে থাকা টিভি,বাক্সের টাকা,মালামাল  সহ যা-কিছু ছিল সব পুড়ে ভস্মীভূত হয়ে যায়।এ সময় কয়েকজনের চিৎকার শুনে লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে।তবে নিমিষেই আগুনে পুড়ে সব ভস্মীভূত হয়।অগ্নিকাণ্ডে আব্দুর রশিদের প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে খবর পেয়ে স্থানীয় বামন্দী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো আগুন নিয়ন্ত্রণে আনে।

দোকান মালিক আব্দুর রশিদ জানান,বিদ্যুৎএর শর্টসার্কিট থেকে দোকানে আগুন লেগে টিভি,বাক্সে টাকা,দোকানে থাকা মালামাল সহ যা-কিছু ছিল সব পুড়ে গেছে।আমি গরীব মানুষ আমার আয়ের একমাত্র উৎস ছিল এই চায়ের দোকান।আজ আমার  আয়ের শেষ  সম্বলটুক আগুনে পুড়ে শেষ হয়ে গেল।

বামন্দী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইছাহক আলী জানান,অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুরো আগুন নিয়ন্ত্রণে আনি।তার আগেই আগুনে সব পুড়ে গেছে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম জানান,ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন পেলে সহযোগিতা করা হবে

কাকাইলছেও-আজমিরীগঞ্জ সড়কের বেহাল দশা, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

কাকাইলছেও-আজমিরীগঞ্জ সড়কের বেহাল দশা, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

শাহরিয়ার ফয়ছাল আহমেদ :
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল বন্যার পানিতে কালনী- কুশিয়ারা ভেড়ামোহনা ও বশিরা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে করে বন্যার পানিতে নিম্নাঞ্চল সহ সড়কটি তলিয়ে যায়। বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ ব্যবস্থা। 

এক সময় পানি নেমে গেলে, দীর্ঘ ৬ কিলোমিটার রাস্তার ৯০ ভাগেরই ঢালাই কার্পেটিং ভেঙ্গে খানা-খন্দে পরিণত হয়। দেবে যায় রাস্তার অধিকাংশ স্থান। প্রতিদিন ভোগান্তিতে পরছে হাজার হাজার মানুষ। কাকাইলছেও আজমিরিগঞ্জ সড়কটি ভৌগলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। কাকাইলছেও ইউনিয়নের সাথে ভাটি অঞ্চলের সাত থেকে আঁটটি গ্রামের যোগাযোগ এবং ব্যবসায়িকভাবে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের জনপ্রতিনিধি এবং সরকারের পক্ষ থেকে এ রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছে এলাকাবাসী এবং মাননীয় এমপি মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।

গাংনী কৃষি কর্মকর্তা লাভলী খাতুনের অনিয়ম দূর্নীতির তদন্ত শুরু

গাংনী কৃষি কর্মকর্তা লাভলী খাতুনের অনিয়ম দূর্নীতির তদন্ত শুরু

রকিবুল ইসলাম রকি, গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুনের অনিয়ম দূর্নীতির তদন্ত শুরু হয়েছে। রবিবার সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত তদন্ত করা হয়। এর আগে বিভিন্ন পত্রপত্রিকায় লাভলী খাতুনের বিরুদ্ধে অর্ধকোটি টাকা লুটপাটের সংবাদ প্রকাশিত হওয়ায় তদন্ত কমিটি গঠন করা হয়।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শঙ্কর কুমার মজুমদার বলেন, গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুনের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে অর্ধকোটি টাকার অনিয়ম দূর্নীতির সংবাদ প্রকাশিত হয়। একারনে অনিয়ম দূর্নীতির বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। সে মোতাবেক গত ১৪ সেপ্টেম্বর বারাদী হার্টিকালচারের উপপরিচালক হাবিবুল ইসলাম খানকে প্রধান করে ১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

বারাদী হার্টিকালচারের উপপরিচালক হাবিবুল ইসলাম খান বলেন,তদন্তের দায়িত্ব পাওয়ার পর রবিবার (১৮ সেপ্টেম্বর) গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুনের অনিয়ম দূর্নীতির তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের প্রথম দিনে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন ফাইল দেখা হয়েছে। এছাড়া কৃষক ও কৃষি কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের বক্তব্য নেয়া হয়েছে। তদন্ত শেষে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেয়া হবে। 

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুনের বিরুদ্ধে কি কি অনিয়ম দূর্নীতি পাওয়া গেছে জানতে চাইলে তিনি বলেন,তদন্ত করতে গেলে অনেক কিছু পাওয়া যায়। তবে এ বিষয়ে এখনই কিছু বলা সম্ভব হচ্ছেনা। তদন্ত চলছে তদন্ত শেষে সার্বিক বিষয়ে বলা সম্ভব হবে। 

এ বিষয়ে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুনের কাছে জানতে চাইলে তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কথা বলবেন না বলে জানান। 

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক গাংনী উপজেলা কৃষি অফিসের একাধিক উপসহকারী কৃষি কর্মকর্তারা বলেন, গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন গাংনীতে যোগদান করার পর থেকে গোটা অফিসকে জিম্মি করে অনিয়ম দূর্নীতির শুরু করেছে। তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেনা। 

সম্প্রতি গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলায় বদলি হলেও এখনও বহাল তবিয়তে রয়েছেন তিনি। 

সরকারের নির্দেশনা গাংনী উপজেলাতে ২০২১/২২ অর্থবছরে বেশ কয়েকটি প্রকল্পে অর্থ বরাদ্দ দেয়া হয়। বরাদ্দ দেয়া প্রকল্প গুলোর মধ্যে রাজস্ব প্রকল্প, মুজিব শতবর্ষ উপলক্ষে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্প, বৃহত্তর কুষ্টিয়া- যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্প, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, খামার যান্ত্রিকীকরণ প্রকল্প ও এনএটিপি প্রকল্প ও এসএমই, ভুট্টা চাষের প্রদর্শনী, গম, সরিষা, বোরো ধান ও মসুরি ইত্যাদি । এসব প্রকল্পে লুটপাট অনিয়ম দূর্নীতির অভিযোগ উঠে। এছাড়া মাঠ দিবসের নামে লাখ লাখ টাকা আৎত্মসাতের অভিযোগ রয়েছে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুনের বিরুদ্ধে।

 আজমিরীগঞ্জ বাজার থেকে আজিমনগর যাওয়ার একমাত্র ব্রীজের ঢালাই ভেঙ্গে গেছে, লোকজনের চলাচলে চরম দূর্ভোগ

আজমিরীগঞ্জ বাজার থেকে আজিমনগর যাওয়ার একমাত্র ব্রীজের ঢালাই ভেঙ্গে গেছে, লোকজনের চলাচলে চরম দূর্ভোগ

আজমিরীগঞ্জ পৌর এলাকার আজিমনগর ( জুম্মাহাটি) ও ইলামনগর থেকে বাজারে আসার একমাত্র ব্রীজটির উপরের ঢালাই ভেঙ্গে গেছে। এতে করে ওই ব্রীজের উপর দিয়ে যাতায়াতকারী লোকজনদের পড়তে হচ্ছে চরম ভূগান্তিতে। এ ছাড়া এর উপর দিয়ে যাত্রীবাহী টমটম ও রিক্সা চলাচল বন্ধ রয়েছে

জানা যায়,

আজমিরীগঞ্জ পৌর এলাকার আজিমনগর ( জুম্মাহাটি) ও ইলামনগর গ্রামের লোকজন স্বাধীনতা পরবর্তী সময়ে আজমিরীগঞ্জ বাজারে আসতে পানি প্রবাহের জন্য একটি খাল ছিল। তাই ওই দু'টি গ্রাম থেকে বাজারে আসতে ওই এলাকার লোকজনদের চরম ভূগান্তিতে পড়তে হত। বর্ষা মৌসুমে ফেরিনৌকা ছাড়া যাতায়াত করারর কোন ব্যবস্হা ছিল না। তাই এলাকাবাসীর দূর্ভোগের বিষয়টি বিবেচনায় রেখে বিগত ৪ দশক পূর্বে বাজার ও দুই গ্রামের সংযোগস্থলে নির্মাণ করা হয় ওই ব্রীজটি।

সম্প্রতি ওই ব্রীজের উপরিভাগের ঢালাই কয়েকটি স্থানে ভেঙ্গে লোহাররড বের হয়ে গেছে। যার কারণে এর উপর দিয়ে বন্ধ হয়ে গেছে যাত্রীবাহী টমটম ও রিক্সা চলাচল। এলাকাবাসী ব্রীজের ভাঙ্গা অংশ গুলোতে কাঠের টুকরা রেখে লোকজন যাতায়াত করছে। ওই ব্রীজটি দিয়ে দুই গ্রামের শত শত পথচারী মাদ্রাসা ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন আসা-যাওয়া করছে। তাই ওই ব্রীজের উপরিভাগের ঢালাইকৃত অংশ ভেঙ্গে অচিরেই সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী