সিলেট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সিলেট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নবীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লুটন বিইডিএস ইউকে কর্তৃক নগদ অর্থ প্রদান

নবীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লুটন বিইডিএস ইউকে কর্তৃক নগদ অর্থ প্রদান

এম. মজিবুর রহমান, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :

যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লুটন বিইডিএস ইউকে এর অর্থায়নে মোঃ নাজমুল আলম চৌধুরী বাবুল এর সার্বিক তত্ত্বাবধানে নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। 

৫ অক্টোবর শনিবার সকাল ১১ ঘটিকায় উক্ত ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ পৌঁছে দেন । এ সময় স্থানীয় 

স্বেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন আমজদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মনছুর আহমদ আজাদ, কালাভরপুর গ্রামের মোঃ লুৎফুর মিয়া, মোঃ সাইফুর রহমান, প্রজাতপুর গ্রামের মোঃ ফয়ছল মিয়া, নুরুল আমীন চৌধুরী প্রমূখ। সুদূর যুক্তরাজ্য থেকে দেশের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এলাকাবাসী গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লুটন বিইডিএস ইউকে সভাপতি খুররম চৌধুরী, সিনিয়র সহসভাপতি নানু মিয়া, সাধারণ সম্পাদক মনসুর আহমদ রুবেল এবং ট্রেজারার মিয়া মুহাম্মদ জামিলকে সহ উক্ত সংগঠনের সাথে সম্পৃক্ত সকল সদস্যকে আন্তরিক  ধন্যবাদ জ্ঞাপন করেন।

নবীগঞ্জ শহরে প্রায় দেড়যুগ পর সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার হলো প্রবাসীর মালিকানাধীন ভূমি ও ব্যবসা প্রতিষ্ঠান৷

নবীগঞ্জ শহরে প্রায় দেড়যুগ পর সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার হলো প্রবাসীর মালিকানাধীন ভূমি ও ব্যবসা প্রতিষ্ঠান৷

এম. মজিবুর রহমান, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :


হবিগঞ্জের নবীগঞ্জে দীর্ঘ দেড়যুগ পর  উদ্ধার হলো প্রবাসীর মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ও ভূমি৷ পৌর শহরের প্রাণকেন্দ্র নতুন বাজার মোড় সন্নিকটে  মায়া ট্রাভেলস ইন্টারন্যাশনাল নামীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ভূমি অবশেষে সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার করা হয়েছে বলে সেনাবাহিনীর একটি সূত্রে জানাগেছে৷ জানাযায়, প্রবাসী অধ্যুষিত নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শেখ আব্দুল গফুর (৬৮) নামে হয়রানির শিকার ব্যক্তি বলেন, তিনি স্বপরিবারে যুক্তরাজ্যে বসবাস করেন, এরই সুবাদে  তাঁর এই ব্যবসা প্রতিষ্ঠান ও ভূমি দেখা শোনার দায়িত্ব দেন তারই আপন ভাগিনা একই উপজেলার সদর ইউনিয়নের সরিষপুর গ্রামের আকলিছ মিয়ার পুত্র সাজ্জাদুর রহমান এর নিকট৷

কিন্তু তাঁর ভাগিনা দীর্ঘ ১৮ বছর ধরে তার মালিকানাধীন ভুমি ও উক্ত ট্রাভেলস জবরদখল করে তাঁকে আবার উল্টো হুমকি ধামকি দিয়ে নানাভাবে হয়রানি করে আসছিলেন, এনিয়ে তিনি বিভিন্ন মহলে ধর্ণা দিয়ে ও প্রভাবশালী ভাগিনা ও তার লোকজনের  কবল থেকে তার এই সম্পদ উদ্ধারে ব্যর্থ ছিলেন৷ অবশেষে বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নবীগঞ্জ থানায় দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর (৬৪ ইষ্ট বেঙ্গল)  ক্যাম্প  বরাবরে তিনি অভিযোগ দায়ের করলে প্রবাসী শেখ  আব্দুল গফুর এঁর বিষয়টি অতি গুরুত্ব সহকারে  বিবেচনা করে সমস্ত কাগজপত্র যাচাই বাছাই করে অবশেষে গত ১৩ আগষ্ট বেলা ২টায় সেনাবাহিনীর হস্তক্ষেপে  ৬৪ ইষ্ট বেঙ্গল নবীগঞ্জ ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিকুল ইসলাম ভূইয়া ও তাদের টিম কর্তৃক জবরদখলকারীদের কবল থেকে মায়া ট্রাভেলস ইন্টারন্যাশনাল এর ভূমি  ও চাবি উদ্ধার করে   ভূমির প্রকৃত মালিককে জায়গাটি সমজিয়ে দেয়া হয়৷

এঘটনার সত্যতা স্বীকার  করলেন ৬৪ ইষ্ট বেঙ্গল নবীগঞ্জ ক্যাম্প এর নবীগঞ্জ থানায় কর্মরত সিনিয়র  ওয়ারেন্ট অফিসার রফিকুল ইসলাম ভূইয়া৷ এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এই প্রবাসী ও তার পরিবার৷

আজমিরীগঞ্জ থানায় জুয়া ও মাদক বিরোধী অভিযানে নগদ অর্থসহ ৫ জুয়াড়ি গ্রেফতার

আজমিরীগঞ্জ থানায় জুয়া ও মাদক বিরোধী অভিযানে নগদ অর্থসহ ৫ জুয়াড়ি গ্রেফতার

মোঃ মোজাহিদ মিয়া, আজমিরীগঞ্জ থেকে :

হবিগঞ্জ জেলা পুলিশের ডায়নামিক ও বলিষ্ঠ পুলিশ সুপার আক্তার হোসেন, বিপিএম-সেবা অত্র জেলায় যোগদানের পর থেকেই হবিগঞ্জ জেলা পুলিশ মাদক, জুয়া ও চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে কাজ করে যাচ্ছে। তাছাড়াও অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় নিরলস ভাবে কাজ করছে জেলা পুলিশ হবিগঞ্জ।

এরই ধারাবাহিকতায় পুলিশ সুপার  দিকনির্দেশনায় মাদক ও জুয়া বিরোধী অভিযানের অংশ হিসেবে  আজমিরীগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২৩/০৫/২৪ খ্রিঃ তারিখ  রাত অনুমান ০১.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এস আই জয়ন্ত দাস ও সঙ্গীয় ফোর্সসহ আজমিরীগঞ্জ থানাধীন ৪নং কাকাইলছেও ইউনিয়নের অন্তর্গত আনন্দপুর ও শরীফপুর ফুটবল খেলার মাঠে অভিযান  পরিচালনা করে জুয়া খেলার আলামত সহ কাকাইলছেও ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত কনাই মিয়ার পুত্র রোকন মিয়া (৫৫)কে,একই গ্রামের  সিজিল মিয়ার পুত্র পারভেজ মিয়া (৩২)কে,ও একই গ্রামের রমাজান মিয়ার পুত্র মোস্তাফিজুর( ২৮)কে,  কাকাইলছেও আনন্দপুর গ্রামের মৃত মুছা মিয়ার পুত্র জুয়েল মিয়া (২৫) কে,  একই গ্রামের মন্নান বেপারির পুত্র কবির বেপারি (৩৫)  মোট ৫(পাঁচ)কে জন জুয়াড়ীকে আটক করা হয়। ধৃত আসামীদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ২ বান্ডিল তাস, ত্রিপল, কম্বল এবং নগদ ১৮৮২০/-(আঠারো হাজার আটশত বিশ) টাকা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এছাড়াও পলাতক আসামীরা হলেন কাকাইলছেও ইউনিয়নের শরীফপুর গ্রামের তোফাজ্জল মিয়ার পুত্র মাসুম মিয়া (২৭), ইসকান্দর মিয়ার পুত্র নাঈম মিয়া (২৬),ইব্রাহিম মিয়ার পুত্র সাদ্দাম মিয়া (৩২)। 


এই বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রশাসনের তৎপরতা আছে,থাকবে যেখানে জুয়া খেলা হবে সেখানেই দ্রুত আইনীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে, উক্ত বিষয়ে তিনি বলেন আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

 নবীগঞ্জের আলোচিত কলেজ শিক্ষার্থী তাহসিন হত্যা মামলায়  শাফি নামে আরেক আসামি ঢাকায় গ্রেফতার

নবীগঞ্জের আলোচিত কলেজ শিক্ষার্থী তাহসিন হত্যা মামলায় শাফি নামে আরেক আসামি ঢাকায় গ্রেফতার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :

নবীগঞ্জে বহুল আলোচিত কলেজ শিক্ষার্থী সৈয়দ রাইসুল হক তাহসিন হত্যা মামলার অন্যতম আসামী সাফি আহমেদকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। ১৮ মার্চ ২০২৪ ইং সোমবার সকালে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নির্দেশনায় এস আই রাজিব রহমানের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ । আসামি রাজনগর গ্রামের কুদরত আলীর ছেলে শাফি আহমেদ (২৫)৷

উল্লেখ্য, নবীগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী সৈয়দ রাইসুল হক তাহসিন হত্যাকান্ডে মান্না'কে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হলো জুয়েল, রিহাত, সাফি,রিমন,জাকির, লাদেন, সাজু,সাজ্জাত,রাতুল ও মওদুদ। নিহত তাহসিনের মা" মাহফুজা সুলতানা বাদী হয়ে নবীগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেছেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী৷
রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় , ম্যানেজিং কমিটির সংবর্ধনা ও দোয়া মাহফিল।

রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় , ম্যানেজিং কমিটির সংবর্ধনা ও দোয়া মাহফিল।

রৌয়াইল উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল ১১ ফেব্রুয়ারী রোজ রবিবার বেলা ১২.০০টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আছলাম উদ্দিন ফকিরের সভাপতিত্তে¡  প্রধান অতিথির বক্তব্য রাখেন রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব মোঃ নুরুল ইসলাম মাষ্টার সাহেব ও ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মাহবুব হোসেন জীবন।
রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব শফিউল্লাহ সাহেবের পরিচালনায় ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য জনাব আব্দুল বাছিত এর স্বাগত বক্তব্যের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রামের শালীশ ব্যক্তিত্ব জনাব আব্দুস সালাম,  জানব সামীর মিয়া, কয়েছুর রহমান কয়েছ, জনাব রফিকুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য জনাব মোতাহার আলী নুনু, জনাব এমদাদ হোসেন, জনাব কামরুজ্জামান , ২নং ওয়ার্ডের মেম্বার জনাব টিপু সুলতান, ৫৭নং রৌয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব ইসলাম উদ্দিন এবং উক্ত অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব পালন করেন জনাব মোঃ শফিউল্লাহ (সহকারি শিক্ষক), জনাব মোঃ হারুন-অর-রশিদ(সহকারি শিক্ষক), জনাব আক্তারুজ্জামান(সহকারি শিক্ষক), জনাব লিটন হোসেন (সহকারি শিক্ষক), জনাব রেজাউল করিম (সহকারি শিক্ষক), জনাব আফছার উদ্দিন(সহকারি শিক্ষক), জনাব রুনি ফারজানা (সহকারি শিক্ষক), জনাব অপু রাণী ডাকুয়া (সহকারি শিক্ষক), জনাব নাজমুল হাসান (অফিস সহকারি কাম হিসাব সহকারি), জনাব রুহুল আমিন(কম্পিউটার ল্যাব অপারেটর) সহ প্রমুখ। 

এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র বিদ্যালয়ের ছাত্র মোঃ ফুহাদ মিয়া। অনুষ্ঠানের বিদায়ী ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন অত্র বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র / ছাত্রীদের পক্ষ থেকে দৃষ্টি তালুকদার। বিদায়ী ছাত্র/ ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন সফওয়ান আহমেদ, জিনিয়া আক্তার, মীম আক্তার প্রমুখ। বিদায়ী ছাত্র/ছাত্রীদের উপহার প্রদান করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ।