বিনোদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিনোদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নতুন গান নিয়ে আসছেন জননন্দিত শিল্পী লায়লা ও কামরুজ্জামান রাব্বি

নতুন গান নিয়ে আসছেন জননন্দিত শিল্পী লায়লা ও কামরুজ্জামান রাব্বি

এবার আরেকটি নতুন গান নিয়ে আসছেন জননন্দিত সংগীত  শিল্পী লায়লা ও কামরুজ্জামান রাব্বি। আগামী ১৭ই মে ২০২৪ ইং  শুক্রবার আসছে জনপ্রিয় কন্ঠশিল্পী লায়লা ও কামরুজ্জামান রাব্বির নতুন মিউজিক ভিডিও। গানটির শিরোনাম "প্রেম করিবো সুজন চিনে"। বর্তমান সময়ের  জনপ্রিয় গীতিকার ও সুরকার লন্ডন প্রবাসী লেখক মানিক চাঁনের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন নাহিদুল হক ও রুহুল আমিন জীবন।

এই গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী হাছিব খান শান্ত ও প্রিয়া। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন নাহিদুল হক। ১৭ই মে ২০২৪, শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টায়  গানটি Manik Chan ইউটিউব চ্যানেলে অবমুক্ত ( রিলিজ) করা  হবে বলে জানা গেছে। এই রোমান্টিক গান প্রসঙ্গে কন্ঠশিল্পী লায়লা ও কামরুজ্জামান রাব্বি বলেন, অতি চমৎকার কথামালা ও মনকাড়া সুরে সম্পূর্ন গানটি নির্মিত হয়েছে।

সেই সাথে উভয় গানের গীতিকার ও সুরকার লন্ডন প্রবাসী মানিক চাঁনকে অসাধারন এই গানটি রচনা করার জন্য আন্তরিক ভাবে অভিনন্দন জানাচ্ছি। আশাকরছি, গান ও ভিডিও সবার কাছে ভাল লাগবে। পরিচালক নাহিদুল হক বলেন, কথার সঙ্গে মিল রেখে মনোরম পরিবেশে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। আশাকরছি সব শ্রেনীর সংগীত অনুরাগী  মানুষ গানটি পছন্দ করবেন।আমাদের বিশ্বাস ভক্ত স্রোতাদের হৃদয়ে গানটির অসাধারণ কথামালা স্থান করে নেবে৷ সবাইকে গানটি শোনার ও দেখার আহ্বান জানিয়েছেন সংগীত পরিচালক৷

বিশ্ব ভালোবাসা দিবসে আসছে আব্দুল আউয়ালের নতুন গান

বিশ্ব ভালোবাসা দিবসে আসছে আব্দুল আউয়ালের নতুন গান

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে "তুই আমার আসমানের চাঁন" শিরোনামে আবারও নতুন মৌলিক গান নিয়ে আসলেন কন্ঠ শিল্পী আব্দুল আউয়াল।  ফরিদা ইয়াসমিন শম্পার কথায়, সুর করেছেন শিল্পী নিজেই। গানটির মিউজিক করেছেন শ্রীবাস আচার্য এবং ভিডিও পরিচালনা ও সম্পাদনা করেছেন জুয়েল ইসলাম। আগামী কাল ১৩ ই ফেব্রুয়ারী সন্ধ্যা ৬ টায় "আপন মাল্টিমিডিয়া" ইউটিউব চ্যানেল থেকে গানটি মিউজিক ভিডিও আকারে রিলিজ হবে। 

কণ্ঠ শিল্পী আব্দুল আউয়াল বলেন মৌলিক গান করে জনপ্রিয়তা পাওয়া অনেক কঠিন কাজ তার পরও নিজের ভালোলাগা থেকেই প্রতিনিয়ত মৌলিক গান করে যাচ্ছি। গানটির চমৎকার কথা লিখেছেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান ফরিদা ইয়াসমিন ও বরাবরের মতই দারুণ মিউজিক করেছেন শ্রীবাস আচার্য। আশা করি ভালো কিছু উপহার দিতে পারবো।

চুনারুঘাটের দেউন্দি চা বাগানের মনোরম দৃশ্যে গানটির ভিডিও ধারন করা হয়েছে।
আসছে নতুন গান "কোথায় বাধলী ঘর"

আসছে নতুন গান "কোথায় বাধলী ঘর"

ইংরেজী নতুন বছর উপলক্ষে আবারও আসছে আমিনুল ইসলাম আপনের লিখা নতুন গান। 

"কোথায় বাধলী ঘর" শিরোনামের গানটি ইউটিউব চ্যানেল RA TV থেকে ৩০শে ডিসেম্বর শনিবার বিকেল ৩ টায় গানটি মিউজিক ভিডিও আকারে রিলিজ হচ্ছে। 

গানের কথা লিখেছেন আমিনুল ইসলাম আপন । গানটিতে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় কন্ঠ শিল্পী এম এস খোকন।

তানিয়া ইসলামের প্রযোজনায় ও প্রিন্স হাসানের পরিচালনায় গানটি মিউজিক ভিডিও করা হয়েছে। গানটিতে মডেল হিসেবে কাজ করে প্রিন্স হাসান, জান্নাত ও আপন

গীতিকার আমিনুল ইসলাম আপন বলেন, গানের কথা ও সুর অনেক ভাল হয়েছে আশা করি শ্রোতাদের গানটির ভাল লাগবে। গানটির ভিডিও এবং এডিট করেছেন শাকিল আহমেদ।

নতুন বছর উপলক্ষে আসছে আব্দুল আউয়ালের "আন্ধার ঘরের চাঁন্দের আলো"

নতুন বছর উপলক্ষে আসছে আব্দুল আউয়ালের "আন্ধার ঘরের চাঁন্দের আলো"

আমিনুল ইসলাম আপন : ইংরেজী নতুন বছর উপলক্ষে আবারও আসছে হবিগঞ্জের জনপ্রিয় কন্ঠ শিল্পী আব্দুল আউয়ালের নতুন মৌলিক গান। 

"আন্ধার ঘরের চাঁন্দের আলো " শিরোনামের রোমান্টিক মৌলিক গানটি ইউটিউব চ্যানেল এম গ্যালারী মিউজিক থেকে ৩১ শে ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬ টায় গানটি মিউজিক ভিডিও আকারে রিলিজ হচ্ছে। 

গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। কম্পোজিশন করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় মিউজিক ডিরেক্টর তানভীর চৌধুরী।

তানভীর চৌধুরী বলেন গানের কথা ও সুর খুবই চমৎকার। মিউজিক করতে অনেকটাই সাচ্ছন্ধবোধ করেছি, কন্ঠ শিল্পী আউয়াল ভাই চমৎকার গেয়েছেন। আশা করি শ্রুতাদের ভালো লাগবে। 

কণ্ঠ শিল্পী আব্দুল আউয়াল বলেন এটা আমার ১৮তম মৌলিকগান, আমার কথা ও সুরে এটাই প্রথম গান তবে আমার বেশীর ভাগ গান আমিই সুর করেছি। এই গানের সুরেও নতুনত্ব এনেছি আশা করি গানটি ভালো লাগবে। গানটির ভিডিও এবং এডিট করেছেন মনির আহমেদ।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখক 'আপন' এর জন্মদিন আজ

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখক 'আপন' এর জন্মদিন আজ

সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিনেতা, লেখক এবং "রঙ্গিন আলো মিডিয়ার" সিইও আমিনুল ইসলাম আপন এর জন্মদিন আজ। 

১৯৯২ সালে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার কাকাইকছেও ইউনিয়নে আজকের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম আব্দুল মালেক মিয়া। তিন ভাই বোনের মধ্যে তৃতীয় আমিনুল ইসলাম আপন। 

তিনি প্রায় ১০/১১ বছর ধরে সংগীতাঙ্গনে কাজ করে যাচ্ছেন। এ পর্যন্ত একশর বেশি তার লিখা গান, নাটক মার্কেটে আছে। প্রকাশিত হয়েছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেইজে।

গান লিখার পাশাপাশি ভাল অভিনয়ও করেন তিনি।

আমিনুল ইসলাম আপন এর অভিনিত শর্ট ফিল্ম "বন্ধুত্বের ভালবাসা" নাটক "কান্না" "পাখি যায় উড়িয়া"।

এছাড়াও রয়েছে বেশ কয়েকটি কৌতুক এ্যালবাম।

আমিনুল ইসলাম আপন এর লিখা জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- " রঙ্গশালা " "সুখত আমার হইল না"  "নিশির শেষ " "নিঠুরিয়া" ইত্যাদি উল্লেখযোগ্য